যুব রেড ক্রিসেন্ট দল হলো একটি মানবিক ও সহ-শিক্ষা কার্যক্রম, যেখানে শিক্ষার্থীরা সামাজিক সেবা ও মানবতার কল্যাণে কাজ করে।
১৯৭৩ সালে বাংলাদেশে রেড ক্রিসেন্ট সোসাইটি প্রতিষ্ঠার পর থেকে স্কুল ও কলেজে সহ-শিক্ষা কার্যক্রমের আওতায় কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী কর্মকাণ্ডে যুক্ত করা হয়েছে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সহ-শিক্ষা কার্যক্রমের আওতায় চাঁদপুর জেলার ৫১২ টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে পুরানবাজার ডিগ্রি কলেজ অন্যতম সেরা দল হিসেবে গঠনের প্রচেষ্ঠা অব্যাহত রয়েছে। উক্ত কলেজটির একজন শিক্ষার্থীর ১৯৯২ সালে প্রথম বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে যাত্রা শুরু করে। পরবর্তীতে ১৯৯৫ সাল পর্যন্ত বিভিন্ন ট্রেনিং কার্যক্রম হয় এবং ঐ সালের প্রথম ১৮ সদস্য বিশিষ্ট দল নিয়ে কলেজ দলের সম্পূর্ণরূপে যাত্রা শুরু হয়।
যুব রেট ক্রিসেন্ট-এর উদ্দেশ্যই হল স্বেচ্ছাসেবায় উদ্ধুদ্ধকরণ, মানবিক সাড়াদান, রক্তদান, ত্রাণ কার্যক্রম, স্বাস্থ্যসেবা ও সমাজসেবার মাধ্যমে শিক্ষার্থীদের নেতৃত্ব, দায়িত্ববোধ ও মানবসেবার মানসিকতা গড়ে তোলা।
বর্তমানে (২০২৪-২৫ শিক্ষা বর্ষ) শিক্ষা প্রতিষ্ঠানটিতে গঠনতন্ত্র অনুযায়ী ৫৩ সদস্যের কার্যকরী দল রয়েছে। মানবতা, নিরপেক্ষতা, পক্ষপাতহীনতা, স্বাধীনতা, স্বেচ্ছাসেবা, একতা ও সার্বজনীনতার মন্ত্রে বিশ্বাসী একদল যুব সদস্যের মাধ্যমে আমরা কলেজে মাসিক সভার আয়োজনের ভিত্তিতে নেতৃত্ব তৈরি, সচেতনতা (মাদক, ইভটিজিং, নারীর প্রতি সহিংসতা, বাল্যবিবাহ প্রতিরোধ, ডেঙ্গুর লক্ষণ ও করণীয়) কার্যক্রম, প্রাথমিক চিকিৎসার ধারণা ও প্রশিক্ষণ, ভূমিকম্প ও অগ্নি নির্বাপন মহড়া, শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয় করা ও স্বেচ্ছায় রক্তদান করা, দূর্যোগকালীন সময়ে আমাদের করণীয় সম্পর্কে ধারণা ও প্রশিক্ষণ দিয়ে থাকি। এছাড়াও ৮মে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস, জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবসসহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন করা, কলেজের ফুলের বাগান তৈরি, বৃক্ষ রোপন ও পরিষ্কার-পরিছন্নতা অভিযান পরিচালনা করাসহ অন্যান্য কাজে অংশগ্রহণ করে। ফলে শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি নেতৃত্ব, নিজেকে উপস্থাপন করা, দূর্যোগ ও জরুরি সময়ে কাজে লাগানো যায়, এমন বিষয়ে শিখতে পারে। সুনাগরিক হিসেবে গড়ে উঠতে যা তাদেরকে সহায়তা করে।
যুব রেডক্রিসেন্ট তার ৭ টি মূলনীতির মাধ্যমে শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ গড়ে তোলা এবং দুর্যোগকালীন সহায়তা প্রদানের সক্ষমতা বৃদ্ধি করা হলো যুব রেড ক্রিসেন্ট দলের মূল লক্ষ্য।
তরুন শিক্ষার্থীরা চাইলে এ সংগঠনের ‘সদস্য ফরম’ পূরণ করে যুব রেড ক্রিসেন্ট পুরানবাজার কলেজ দলের গর্বিত অংশীদার হয়ে পড়াশোনার পাশাপাশি এ বিষয়সমূহ শিখতে পারে। প্রতি বৃহস্পতিবার ক্লাস শেষে এসব কার্যক্রম চলে বিধায় এতে পড়াশোনা ক্ষতি হয় না। এছাড়াও প্রতি বছর ভোটাধিকারের মাধ্যমে ৫৩ সদস্য বিশিষ্ট্য দল গঠন করা হয়। একজন যুব দলনেতা, দুইজন সহকারী দলনেতা, পাঁচটি উপদলনেতাসহ পাঁচ ভাগে বিভক্ত হয়ে সারা বছর কার্যকম পরিচালনা করে।
বিভাগীয় প্রধান, ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগ