হিসাববিজ্ঞান বিভাগ

সূচনা

চাঁদপুর জেলার ডাকাতিয়া নদীর কোল ঘেঁষে অবস্থিত ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ পুরানবাজার ডিগ্রি কলেজ। সবুজ শ্যামলীমায় ঘেরা এ বিদ্যাপীঠের ব্যবসায় শিক্ষা শাখার একটি অন্যতম বিভাগ হচ্ছে হিসাববিজ্ঞান বিভাগ। যদিও এটি ব্যবসায় প্রশাসন অনুষদের অন্তর্ভুক্ত বিষয়, কিন্তু সব শাখা অর্থাৎ বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা থেকে উচ্চ মাধ্যমিক পাস করে এই বিষয়ে ভর্তি হতে পারে। এই বিভাগের ছাত্র-ছাত্রীরা হিসাববিজ্ঞানের বেসিক নীতি, উৎপত্তি, ব্যয় হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনা হিসাববিজ্ঞান, হিসাববিজ্ঞানের বাংলাদেশ ও আন্তর্জাতিক মানদন্ড, ব্যবসায় প্রতিষ্ঠানের আর্থিক বিবরণী প্রস্তুতকরণ, অর্থনীতি, হিসাববিজ্ঞান তত্ত্বের নানা বিষয়, ব্যবসায় গনিত, ব্যবসায় পরিসংখ্যান, ব্যবসায় আইন, নিরীক্ষা ব্যবস্থা ও পদ্ধতি, কর নির্ণয় ও করের নানা দিক, ব্যবস্থাপনা, বিমা পদ্ধতি, অর্থায়ন ও মার্কেটিং বিষয়ে পড়াশোনা করে থাকে। হিসাববিজ্ঞান পাঠে একজন শিক্ষার্থীর মধ্যে মানবিক মূল্যবোধ, জবাবদিহিতা, স্বচ্ছতা, নৈতিকতা ও সততা সৃষ্টি হয়ে থাকে। ফলশ্রুতিতে হিসাববিজ্ঞান বিভাগের একাডেমিক ও এক্সট্রা কারিকুলাম কার্যক্রম ভবিষ্যৎ ব্যবসায়িক নেতৃত্ব তৈরি এবং জাতীয় ও বৈশ্বিক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে, যা দক্ষ মানব সম্পদ তৈরিতে এবং আধুনিক ব্যবসায়িক চ্যালেঞ্জ মোকাবিলার জন্য অগ্রণী ভূমিকা পালন করে।

পূর্ব ইতিহাস

১৯৮১ সালে চঁদপুরের অন্যতম বিদ্যাপীঠ পুরানবাজার ডিগ্রি কলেজ প্রতিষ্ঠিত হলেও ব্যবসায় প্রশাসন অনুষদের হিসাববিজ্ঞান বিভাগটি যুক্ত হয় ২০১১ সালে। যাত্রা শুরুর লগ্নে হিসাববিজ্ঞান বিভাগের কার্যক্রম টিনের চালার নিচে শুরুর হলেও পরবর্তিতে হোসেন শহীদ সোহরাওয়ার্দী ভবনের ২য় তলায় স্থানান্তরিত হয়। সূচনা লগ্নে বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন জনাব দুলাল চন্দ্র দাস। ২০১৬ সালের তিনি অবসরে গেলে বিভাগের হাল ধরেন জনাব হাবিবুর রহমান পাটওয়ারী। ২০১১-২০১২ শিক্ষাবর্ষ থেকে ৯০টি আসনের বিভাগটি প্রতিনিয়ত প্রানবন্ত হয়ে থাকে শিক্ষার্থীদের পদচারনায়। পাঠদানের পাশাপাশি শিক্ষা সফর, খেলা-ধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিতর্ক প্রতিযোগিতায় কোন অংশেই পিছিয়ে নেই হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। ছাত্র-ছাত্রীদের প্রতিভা বিকাশের এক অনন্য বিভাগ হচ্ছে হিসাববিজ্ঞান বিভাগ।

ভিশন

উদ্ভাবন, নেতৃত্ব এবং জাতীয় ও বৈশ্বিক দৃষ্টিভঙ্গির উপর গুরুত্ব দিয়ে মানসম্পন্ন আধুনিক শিক্ষা প্রদান অব্যাহত রেখে বিভাগটি এই অঞ্চলে হিসাববিজ্ঞান শিক্ষায় নেতৃত্ব প্রদানে নিজেদের অবস্থান সুদৃঢ় করে জাতির সার্বিক কল্যাণে ভূমিকা রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। যেখানে শিক্ষার্থীরা গ্লোবাল মার্কেটে প্রতিযোগিতামূলক ও দক্ষ পেশাজীবী হয়ে উঠবে এবং শিক্ষার্থীদের ভাবনাগুলো পরিশীলিত হয়ে শিল্পরূপ ধারন করে ছড়িয়ে পড়ুক জাতির অগ্রগতির নন্দিত জগতে।

মিশন

  • উচ্চমানের একাডেমিক শিক্ষা নিশ্চিত করা।
  • ব্যবহারিক ও গবেষণাধর্মী শিক্ষার প্রসার।
  • কর্পোরেট জগতের জন্য দক্ষ মানবসম্পদ তৈরি করা ।
  • পেশাগত সততা, নৈতিকতা ও প্রযুক্তি দক্ষতা অর্জন।

Related Downloads

Syllabus

Eleven - Twelve
1st Year
1st Year

Class Routine

Eleven - Twelve

Event Details

Department Contact

Official FB Group

সম্মানিত শিক্ষকবৃন্দ

HABIBUR RAHMN PATWARY

Assistant Professor

MD SHAH ALAM

Lecturer

TUHINA AKTER

Lecturer

TANVIR AHMED

Lecturer

ছবি গ্যালারি