বাংলা বিভাগ

সূচনা

পুরানবাজার ডিগ্রি কলেজে বাংলা বিভাগের যাত্রা ২০১৬ খ্রিষ্টাব্দে। ২০১৫ -২০১৬ শিক্ষাবর্ষে ভর্তির মাধ্যমে প্রথম শ্রেণি কার্যক্রমের শুভ সূচনা হয়। শুরুতে কলেজের প্রথম ভবন পূর্ব দিকের টিনের ঘরের একটি কক্ষে এর অফিসিয়াল কার্যক্রম শুরু হয়। শ্রেণি পাঠদান চলতো বর্তমান মেঘনা ভবনের নিচতলার তিনটি কক্ষে।

২০১৮ খ্রিষ্টাব্দে বর্তমান মেঘনা ভবনের একটি কক্ষে অফিস কক্ষ স্থানান্তর করা হয়। এখন এই বিভাগে আছে তিনটি শ্রেণিকক্ষ, একটি সেমিনার ও একটি সমৃদ্ধ গ্রন্থাগার।শ্রেণিকক্ষগুলো এসি, স্মার্টবোর্ড, সাউন্ড সিস্টেম ও পাওয়ার পয়েন্ট সবকিছু মিলিয়ে জিজিটালাইজড। বিভাগের সুবৃহৎ বারান্দার সম্মুখভাগে আছে রঙ্গন, জবা, টগর, শেফালি, শ্বেতকাঞ্চন, কৃষ্ণচূড়া, রাধাচূড়া, পদ্ম, কাঠগোলাপ, বকুল, পারিজাত, ক্যাসিয়া জাভানিকা ও গোলাপসহ নানা জাতের ও বর্ণের বাহারি সব ফুলের সমাহার। বিভাগের দরজায় অনুপম মাধবীলতা দরদ আর মমতায় জড়িয়ে রেখেছে বাংলা বিভাগকে।

বিভাগের আসনসংখ্যা সত্তরটি(৭০)।প্রথম বছরে (২০১৬ খ্রি.)মাত্র ছত্রিশজন শিক্ষার্থী নিয়ে এই বিভাগের পথচলা শুরু হয়।বর্তমানে প্রতিবছরই আসন অনুযায়ী পর্যাপ্ত সংখ্যক শিক্ষার্থী এই বিভাগে ভর্তি হয়।পাঠদানের জন্য আছেন চারজন শিক্ষক। সকলে প্রশিক্ষিত,দক্ষ ও সমৃদ্ধ। চিন্তা ও চেতনায়, মন ও মননে, আদর্শ লালনে বাঙালি। প্রত্যেক শিক্ষক বাংলা ভাষা, সাহিত্য, সংস্কৃতি সর্বোপরি বাঙালি ইতিহাস ও ঐতিহ্য রক্ষায় আন্তরিকভাবে তৎপর। শিক্ষক ও শিক্ষার্থীদের ঐকান্তিক প্রচেষ্টায় বাংলা বিভাগ চাঁদপুর তথা সমগ্র বাংলাদেশে একটি সমৃদ্ধ বিভাগ হবে বলে আশা করা যায় এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের মানরক্ষায় পুরানবাজার ডিগ্রি কলেজের এই বিভাগ বদ্ধপরিকর।

পূর্ব ইতিহাস

পুরানবাজার ডিগ্রি কলেজের বাংলা বিভাগের ইতিহাস এক দশকের। এর ইতিহাস দৈর্ঘের হিসেবে বড় না হলেও মানের হিসেবে একেবারে খাটো নয়। এই বিভাগের যাত্রা ২০১৬ খ্রি. ।২০১৫ -২০১৬ শিক্ষাবর্ষে ভর্তির মাধ্যমে প্রথম শ্রেণি কার্যক্রমের শুভ সূচনা হয়। কলেজের প্রথম ভবন পূর্ব দিকের টিনের ঘরের একটি কক্ষে এর অফিসিয়াল কার্যক্রম শুরু হয়। শ্রেণি পাঠদান চলত বর্তমান মেঘনা ভবনের নিচতলার তিনটি কক্ষে। তৎকালীন সুযোগ্য বিভাগীয় প্রধান জনাব শাহানারা বেগমের নেতৃত্বে পাঁচ জন শিক্ষকের সহযোগিতায় পাঠদানে, ফলাফলে সাংস্কৃতিক অনুষ্ঠানে, শিক্ষা সফর পরিচালনায় এই বিভাগ হয়ে উঠেছিল অনুকরণীয়। এ ধারা বর্তমানেও অব্যাহত আছে।

২০১৮ খ্রিষ্টাব্দে বর্তমান মেঘনা ভবনের নিচতলায় একটি কক্ষে অফিস কক্ষ স্থানান্তরিত হয়। পাশাপাশি তিনটি শ্রেণিকক্ষ, একটি সেমিনার ও একটি গ্রন্থাগার নিয়ে পুনরোদ্যমে সকল কার্যক্রম শুরু হয়। বিগত ২০১৬ সাল থেকে মোট চারটি ব্যাচ পাঠ সমাপ্ত করেছে। চারটি বর্ষ চলমান, বর্তমানে নবম ব্যাচের ভর্তি কার্যক্রম চলছে। এই বিভাগের প্রত্যেক ব্যাচের ফলাফল অত্যন্ত সন্তোষজনক।

পাঠদানে সেই প্রথম লগ্ন থেকেই শিক্ষকগণ আন্তরিক ও নিবেদিতপ্রাণ। পাঠদান থেকে শুরু করে সকল কিছুতে শিক্ষক দের সাথে রয়েছে শিক্ষার্থীদের অনুকূল, সহযোগিতামূলক , সম্মানজনক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। এই কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থীরা কলেজের বিভিন্ন সাংস্কৃতিক কর্মকান্ডে (বর্ষবরণ, বর্ষাবরণ, পিঠা উৎসব, পহেলা ফাল্গুন, নবীনবরণ, বিদায় সংবর্ধনা) নেতৃত্ব দান তথা অংশগ্রহণ করে আসছে। কলেজের অভ্যন্তরীণ কার্যক্রম ছাড়াও জেলা ও বিভাগীয় পর্যায়ে বিতর্ক, আবৃত্তি, গান ও নৃত্যে এই বিভাগের শিক্ষার্থীরা পুরস্কার অর্জন করে বিভাগের সম্মান অক্ষুণ্ণ রেখেছে। তাছাড়া এই বিভাগের কয়েকজন শিক্ষার্থী বৃত্তি নিয়ে বিদেশে পড়াশোনা করছে। শিক্ষাসফরসহ বিভাগের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব শিক্ষার্থীরা সহযোগিতাপূর্ণ মনোভাবের সাথে সম্পন্ন করে আসছে।

অদূর ভবিষ্যতে শিক্ষক ও শিক্ষার্থী মিলে শিক্ষা, সংস্কৃতিসহ সকল কর্মকান্ডে এই বিভাগ জেলায় তথা সমগ্র বাংলাদেশে অনুকরণীয় হওয়ার আশা পোষণ করে।

দর্শন

বাংলা ডিসিপ্লিন তথা,বাংলা সাহিত্যের মূল লক্ষ্য হলো মানুষের মনোরঞ্জন নয়,সার্বিক আনন্দ দান,জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন, মানব কল্যাণ, দেশ,সমাজ,ভাষা,সংস্কৃতি,ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণে গভীর বোধ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হওয়া।

উদ্দেশ্য

বাংলা সাহিত্যের উদ্দেশ্য হচ্ছে সুদীর্ঘ লক্ষ্য পূরণে সৃজনশীলতা ও সৌন্দর্য সৃষ্টির মাধ্যমে মানুষের নান্দনিক চিন্তা,জ্ঞান,অনুভূতি ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সৃষ্টিশীল,মানসম্মত মানবীয় মানুষ তৈরি করা।

Related Downloads

Syllabus

Eleven - Twelve
1st Year
1st Year

Class Routine

Eleven - Twelve

Event Details

যোগাযোগ করুন

সম্মানিত শিক্ষকবৃন্দ

Nupur Biswas

Assistant Professor

Liton Shill

Lecturer

Sarmin Sultana

Lecturer

Zannatul Ferdosh

Lecturer