ভালোভাবে জানুন

আমাদের সম্পর্কে

পুরান বাজার ডিগ্রি কলেজ ইতিহাস

ইতিহাস রচিত হয় তার অতীত ঐতিহ্যের ধারাবাহিকতায়। ত্রিশ বছরের ঐতিহ্যে লালিত চাঁদপুর জেলার শ্রেষ্ঠ কলেজগুলির মধ্যে পুরানবাজার ডিগ্রি কলেজ অন্যতম। কলেজটির রয়েছে এক সমৃদ্ধ এবং গৌরবোজ্জ্বল ইতিহাস। আসাম বেঙ্গল গেইটওয়ে খ্যাত চাঁদপুর বাংলাদেশের এক সমৃদ্ধ জনপদ। পদ্মা মেঘনা বিধৌত এ জনপদ শিক্ষা, সংস্কৃতি, ব্যাবসা বাণিজ্যে এক অনন্য ভূমিকা রাখতে সক্ষম হয়েছে। এ জনপদের মানুষ শিক্ষা বিস্তারে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছে সমাজ উন্নয়নের অগ্রপথিক হিসেবে। শিক্ষাকে তাঁরা ধারণ করেছে জাতির উন্নতির সোপান হিসেবে। মহান মুক্তিযুদ্ধেও চাঁদপুরের ভূমিকা ছিল অনন্য।

ছাত্র ছাত্রীদের সুপ্ত প্রতিভা বিকাশের এক অনন্য প্রতিষ্ঠান এ কলেজ। এ প্রতিষ্ঠানে অধ্যয়নরত ছাত্র ছাত্রীদের ভাবনাগুলি পরিশীলিত হয়ে শিল্পরূপ ধারণ করে ছড়িয়ে পড়ুক জাতির অগ্রগতির নন্দিত জগতে এ প্রত্যাশা আমাদের থাকবে। যাঁদের শ্রম, মেধা ও যোগ্য পরামর্শে এ প্রতিষ্ঠানের অঙ্গ উৎকর্ষ সাধিত হয়েছে, সৌন্ধর্য বর্ধন ও সমৃদ্ধ হয়েছে, তাঁদের সকলের প্রতি আমাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। অনাদিকাল ধরে কলেজটি তার অতীত ঐতিহ্য ধারণ করে সৌরভে ও গৌরবের সাথে শিক্ষার আলো ছড়িয়ে দিয়ে যাবে এ জনপদে এটুকুই সকলের প্রত্যাশা।